উচ্চশিক্ষা শেষ করে মাহমুদুল কবির বাংলাদেশ সংবাদ সংস্থায় কাজ করেছেন। পরে তিনি আইনপেশায় যোগ দেন।
Published : 09 Feb 2024, 04:00 PM
সাবেক গৃহায়ন প্রতিমন্ত্রী আলমগীর কবিরের বড় ছেলে সুপ্রিম কোর্টের আইনজীবী আহমেদ মাহমুদুল কবির মারা গেছেন।
শুক্রবার সকালে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। তার বয়স হয়েছিল ৪৪ বছর।
পরিবারের সদস্যরা জানান, কিডনি রোগে আক্রান্ত হয়ে ১০ দিন লাইভ সাপোর্টে ছিলেন মাহমুদুল কবির। গত তিনদিন আগে কিছুটা সুস্থ হলে তাকে কেবিন আনা হয়েছিলো। শুক্রবার সকালে হঠাৎ করে অবস্থার অবনতি ঘটলে সকাল ১১টায় মারা যান তিনি।
উচ্চশিক্ষা শেষ করে মাহমুদুল কবির বাংলাদেশ সংবাদ সংস্থায় কাজ করেছেন। পরে তিনি আইনপেশায় যোগ দেন।
তার বাবা আলমগীর কবির বিএনপি জোট সরকারের আমলে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন।
পরিবারের সদস্যরা জানান, বাদ আসর বনানী চেয়ারম্যান বাড়ি মসজিদে প্রথম জানাজা হয় তার। এরপর মরদেহ অ্যাম্বুলেন্সে করে নওগাঁ নিয়ে যাওয়া হয়। শনিবার জেলা শহরের নওজোয়ান মাঠে বাদ জোহর দ্বিতীয় এবং চকউজির গ্রামে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।