ঢাকায় ন্যাশনাল ডক্টরস ফোরাম আয়োজিত জাতীয় চিকিৎসক সমাবেশে এসব কথা বলেন তিনি।
Published : 25 Dec 2024, 04:20 PM
বিগত সরকারের সময় ধসে যাওয়া স্বাস্থ্য ব্যবস্থা নতুন করে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
তিনি বলেন, চিকিৎসকদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক বেশি। সেই প্রত্যাশা পূরণে কাজ করতে হবে।
বুধবার ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে জায়ামাতপন্থি চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরাম আয়োজিত জাতীয় চিকিৎসক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের আমির।
তিনি বলেন, “চিকিৎসকদের আরও বেশি মানবিক হতে হবে। বিগত সরকারের ধসে যাওয়া চিকিৎসা ব্যবস্থাকে নতুন করে গড়ে তুলতে হবে। সেই দায়িত্ব নিতে চিকিৎসকদের।”
বাংলাদেশে পরিবর্তনের যে সূচনা হয়েছে সেটারও নেতৃত্বে চিকিৎসকরা থাকুক সেই আশার কথা তুলে ধরে জামায়ের আমির বলেন, “আপনাদের মাধ্যমে পরিবর্তনের সত্যিকারের একটা প্লাবন সৃষ্টি হোক। একটা স্পন্দন সৃষ্টি হোক যেন সবাই আপনাদের মনে রাখে।
“আমাদের সন্তানদের যে প্রত্যাশা, উই ওয়ান্ট জাস্টিস, সেই জাস্টিসের জায়গা এনশিওর হোক। আপনারা হোন তার পাইওনিয়র, পাইলট, সেই প্রত্যাশা করি।”
সারাদেশ থেকে দুই হাজারের মতো চিকিৎসক সমাবেশে যোগ দেন।
বিগত সরকারের আমলে ‘বঞ্চিত’ চিকিৎসকদের পদোন্নতি দেওয়া, স্বাস্থ্য ক্যাডার বিলুপ্ত না করা, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল, বিএমডিসিকে কার্যকর করাসহ ১৪ দফা দাবি তুলে ধরেন ন্যাশনাল ডক্টরস ফোরাম, এনডিএফের নেতারা।
সমাবেশে সভাপতিত্ব করেন এনডিএফের সভাপতি ডা. মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।
এনডিএফের সেক্রেটারি জেনারেল ডা. মাহমুদ হোসেন ও বিভাগীয় পর্যায়ের নেতারাও সেখানে বক্তব্য দেন।