“দীর্ঘ ১৫ বছর আওয়ামী লীগের ফ্যাসিস্টরা দেশের সমস্ত প্রতিষ্ঠান যে নষ্ট করে দিয়েছে, এই ক্রীড়াঙ্গন তার একটা বড় উদাহরণ।”
Published : 10 Jan 2025, 08:01 PM
পরিবর্তিত পরিস্থিতিতে দেশের ক্রীড়াঙ্গনে ‘একটা অরাজনৈতিক ঐক্য’ সবচেয়ে বেশি প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার বিকালে রাজধানীর পল্লবী সিটি ক্লাব মাঠে শহীদ জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “আমি আজ রাজনীতির কথা বলব না। আমাদের নতুন যে যাত্রা শুরু হয়েছে, এই যাত্রায় আমাদের ক্রীড়াঙ্গনে সবচেয়ে বেশি দরকার একটা অরাজনৈতিক ঐক্য।”
বিএনপি মহাসচিব বলেন, ‘‘দীর্ঘ ১৫ বছর আওয়ামী লীগের ফ্যাসিস্টরা বাংলাদেশ শাসন করে সমস্ত প্রতিষ্ঠান যে নষ্ট করে দিয়েছে, ক্রীড়াঙ্গন তার বড় একটা উদাহরণ।
“এই ক্রীড়াঙ্গন এর আগে কোনো দিন দলীয়করণ হয়নি, তারাই এটা দলীয়করণ করেছিল। ফলে আমরা পত্র-পত্রিকায় দেখেছি, যেসব ভালো ও ট্যালেন্টেড খেলোয়াড়রা ছিল, তারা বাংলাদেশে সুযোগ পায়নি।”
ফখরুল বলেন, “আমাদের দেশের মানুষ ক্রিকেটের ভক্ত হয়েছে সম্প্রতি। কিন্তু একটা সময় ছিল, যখন ফুটবল ছিল জনগণের প্রিয় খেলা। আমাদের আজ যিনি সভাপতিত্ব (আমিনুল হক) করছেন, তিনি জাতীয় ফুটবল দলের অধিনায়ক ছিলেন।
“আমি মনে করি একজন খেলোয়াড় রাজনীতিতে এলে রাজনীতি সমৃদ্ধ হবে। কারণ খেলোয়াড়রা রাজনীতিতে এলে সমাজ উপকৃত হয়। খেলোয়াড়দের মন হয় উদার, মাদক নির্মূলসহ সামাজিক কাজে তাদের ভূমিকা অনেক বড়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উদ্দেশ্যও এটি- মাদক পরিহার করে যুব ও তরুণরা খেলাধুলায় মনোযোগী হবে।”
ক্রীড়াঙ্গনে জিয়া পরিবারের অবদান তুলে ধরে মির্জা ফখরুল বলেন, “দেশের ক্রিকেটের উন্নয়নে আরাফাত রহমান কোকোর (খালেদা জিয়ার প্রয়াত ছোট ছেলে) বড় ভূমিকা ছিল। দেশের ক্রিকেটে যে উৎকর্ষ এসেছে, তার ভিত্তি কোকোর হাত ধরেই হয়েছে।”
ঢাকা মহানগর উত্তর বিএনপি এই টুর্নামেন্ট আয়োজন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। এতে অন্যদের মধ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহাদী আমিন ও মহানগর উত্তরের সদস্য সচিব মোস্তফা জামান উপস্থিত ছিলেন।