২০১৮ কিংবা ২০১৪ সালের মত আর কোনো ‘নির্বাচন হতে দেওয়া হবে না’ বলে হুঁশিয়ারি দিয়েছেন মান্না।
Published : 01 Nov 2022, 10:36 PM
‘অন্তর্বর্তীকালীন’ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে গণতন্ত্র মঞ্চের আন্দোলনে মাঠে থাকার ঘোষণা দিয়েছে গণফোরামের মোস্তফা মোহসীন মন্টু নেতৃত্বাধীন অংশটি।
মঙ্গলবার বিকালে গণতন্ত্র মঞ্চের সাথে সংলাপ শেষে গণফোরামের এ অংশের সভাপতি মন্টু এ ঘোষণা দেন।
তিনি সাংবাদিকদের বলেন, “আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি যে, দলীয় সরকারের অধীনে ২০১৮ সালের মত কোনো নির্বাচনে গণফোরাম অংশগ্রহণ করবে না। বরং দলীয় সরকারের অধীনে নির্বাচন প্রতিহত করতে সক্রিয়ভাবে আমরা মাঠে থাকব।
“সরকারের সীমাহীন লুটপাট, অর্থ পাচারের ফলে জনগণের যে নাভিশ্বাস উঠেছে তার বিরুদ্ধে জনগণের মধ্যে ঐক্য ও আন্দোলন গড়ে তুলতে আমরা সক্রিয় ভূমিকা পালন করব।”
গণতন্ত্র মঞ্চের নেতা নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, “আমরা গণফোরামের সাথে আজকে মতবিনিময় করেছি দেশের বিদ্যমান রাজনৈতিক সংকট ও জনজীবনের সংকট নিরসনে নিয়ে। আমরা একমত হয়েছি যে, ২০১৮ সাল বা ২০১৪ সালের মতো আর কোনো নির্বাচন দেশে হতে দেওয়া হবে না।
“আমরা চাই দলীয় সরকার নয়, সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনকালীন সরকার ও শাসন ব্যবস্থার সংস্কার। এই লক্ষ্যে আমরা আন্দোলন গড়ে তুলব। গণফোরামও মাঠে থাকবে এই আন্দোলনে।”
মতিঝিলের ইডেন কমপ্লেক্সে মন্টুর নেতৃত্বাধীন গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে ৭ দল নিয়ে গঠিত ‘গণতন্ত্র মঞ্চ’র নেতৃবৃন্দের সঙ্গে এই সংলাপ হয় ।
সংলাপে গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দের মধ্যে নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, গণঅধিকার পরিষদের নুরুল হক নূর, জেএসডির শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম, ভাসানী অনুসারী পরিষদের হাবিবুর রহমান রিজু উপস্থিত ছিলেন।
গণফোরামের নেতৃবৃন্দের মধ্যে মোস্তফা মোহসীন মন্টু, সুব্রত চৌধুরী ছিলেন।
সরকার পদত্যাগের দাবিতে গণতন্ত্র মঞ্চ গত ২৯ অক্টোবর বাংলাদেশ জাসদের সঙ্গে সংলাপ করেছে।