ওবায়দুল কাদের বলেন, "এজেন্টরা অনেক সময় অকাজের হোতা হয়ে যায়। ভেতরে বসে দলের অতি দরদ দেখাতে গিয়ে নির্বাচনের শৃঙ্খলা নষ্ট করে। এ এজেন্টের দরকার নেই।”
Published : 26 Dec 2023, 12:42 PM
আওয়ামী লীগের নির্বাচনি পোলিং এজেন্ট প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মঙ্গলবার তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে পোলিং এজেন্ট প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন তিনি।
এই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন সারা দেশে নৌকার প্রার্থীদের মনোনীত প্রতিনিধিরা। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দুই সেশনে তাদের প্রশিক্ষণ দেবে আওয়ামী লীগের পোলিং এজেন্ট প্রশিক্ষণ উপ কমিটি।
এই কমিটির আহ্বায়ক সাবের হোসেন চৌধুরী বলেন, প্রতিটি আসন থেকে নৌকার পাঁচ জন পোলিং এজেন্টকে প্রশিক্ষণের জন্য চাওয়া হয়েছিল।
"পোলিং এজেন্টের কাজ কী সকলেই জানে। তবে আগের নিয়মের সাথে নতুন কী কী নিয়ম যুক্ত বা পরিবর্তন হয়েছে সেসব বিষয়ে আমরা তাদের জানাব।”
দলীয় এজেন্টদের দায়িত্বশীল হওয়ার নির্দেশনা দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অনুষ্ঠানে বলেন, "এজেন্টরা অনেক সময় অকাজের হোতা হয়ে যায়। ভেতরে বসে দলের অতি দরদ দেখাতে গিয়ে নির্বাচনের শৃঙ্খলা নষ্ট করে। এ এজেন্টের দরকার নেই। দলের সুনাম যেন থাকে এমন এজেন্ট আমাদের দরকার।"
পোলিং এজেন্ট প্রশিক্ষণ উপ কমিটির আহ্বায়ক সাবের হোসেন চৌধুরী ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এই প্রশিক্ষণ কার্যক্রমে সভাপতিত্ব করছেন।