Published : 28 Apr 2025, 06:27 PM
দেশের জাতীয় স্বার্থে সকলকে দলমতের ঊর্ধ্বে গিয়ে এক হওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে সোমবার দুপুরে এক অনুষ্ঠানে তিনি বলেন, “আসুন একটা মানবিক বাংলাদেশ গড়ার জন্য দলমতের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থে জাতীয় ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ হই। তাহলে এ জাতি বিজয়ী হবে। ব্যক্তিগতভাবে কেউ পরাজিত হতে পারে, কিন্তু জাতি বিজয় হয়ে যাবে ইনশাল্লাহ।”
জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ‘মাওলানা আব্দুস সুবহান রহ. তৃণমূল থেকে শীর্ষে’ গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানে কথা বলেন তিনি। বইটি লিখেছেন আলী আহমাদ মাবরুর।
মাওলানা আব্দুস সুবহান সম্পর্কে জামায়াতের আমির বলেন, “তার ব্যক্তিত্ব, দল, মত নির্বিশেষে সবাইকে মুগ্ধ করত। আওয়ামী লীগ সরকারের জুলুমের শিকার হয়ে কনডেম সেলে মৃত্যুর অপেক্ষায় থেকেও কখনও ভয় পাননি। জেলে থাকা অবস্থায়ও তিনি কারাগারে থাকা সবার খোঁজখবর রাখতেন।
“নেতৃত্ব দিতে হলে মানুষকে বুঝতে হয়, এটার আজ বড় অভাব। মাওলানা আব্দুস সুবহান জেলে গিয়েও মানুষের সমস্যা সমাধান করতেন। তিনি ফাঁসির রায় শুনেও প্রশান্ত ছিলেন। দেশকে, মানুষকে ভালোবাসলে কেউ পালিয়ে যায় না। জামায়াত নেতারা তা প্রমাণ করেছেন।”
মওলানা আব্দুস সুবহান ছিলেন জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির। আওয়ামী লীগ সরকারে ২০১২ সালে তিনি গ্রেপ্তার হয়েছিলেন। পরবর্তীতে একাত্তরে যুদ্ধাপরাধের মামলায় তাকে প্রাণদণ্ড দেওয়া হয়। কিন্তু কারাগারে থাকাবস্থায় ২০২০ সালের জানুয়ারির শেষ দিকে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সে বছরের ১৪ ফেব্রুয়ারি তিনি মারা যান।
প্রয়াত এ জামায়াত নেতার ব্যাপারে বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, “জুলাই বিপ্লবে বিতাড়িত সরকার আব্দুস সুবহানকে অপমানিত করতেই মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি করেছিল। তবে আজ সেই আওয়ামী লীগই অপমানিত হয়ে দেশ থেকে পালিয়েছে।”
গন্থ প্রকাশ অনুষ্ঠানে জামায়াতের মো. সেলিম উদ্দিন, শামীম সাঈদী, নাজিব মোমেন বক্তব্য দেন।