Published : 03 Sep 2022, 01:23 PM
দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে কমিটি ঘোষণা করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ।
গত বৃহস্পতিবার ও শুক্রবার সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সভাপতি জাহিদ হোসেন পারভেজ ও সাধারণ সম্পাদক আজিজুল হাকিম সম্রাট স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ব্র্যাক, নর্থ সাউথ , ইন্ডিপেন্ডেন্ট , ইস্ট ওয়েস্টসহ অধিকাংশ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কমিটি ঘোষণা করা হয়।
এ পর্যন্ত প্রায় ৪০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কমিটি ঘোষণা করা হয়েছে বলে জানান পারভেজ।
সম্প্রতি ঘোষিত কমিটির মধ্যে রয়েছে ইউল্যাব, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি, প্রাইম ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ, ঈশা খাঁ ইউনিভার্সিটি (কিশোরগঞ্জ), কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (রাজশাহী) ছাত্রলীগ ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয় (রাজশাহী), আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ও রয়েছে।
শনিবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে তাদের নিয়ে বার্ষিক সম্মেলনও করেছে ছাত্রলীগের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা।
কেন্দ্রীয় ছাত্রলীগের সিদ্ধান্তেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কমিটি ঘোষণা করা হয়েছে বলে জানান সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সভাপতি পারভেজ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মুজিব আদর্শ চর্চা ও প্রতিষ্ঠিত করার জন্য আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ক্যাম্পাসের কমিটি গঠন করছি। পূর্বে ইস্ট-ওয়েস্টসহ বেশ কয়েকটিতে কমিটি ছিল। আগে প্রায় ১২টার মতো ছিল, এখন ৪০টার মতো হয়েছে। ভবিষ্যতে আরও হবে।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ‘জঙ্গি কার্যক্রম’ মোকাবেলাও ছাত্রলীগের কমিটির উদ্দেশ্য বলে জানান পারভেজ।
তিনি বলেন, “আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে এগুলো শনাক্ত করার চেষ্টা করেছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় মোকাবেলা করে তাদেরকে আমরা নির্মূল করতে সমর্থ হয়েছি। তারপরও এধরনের কার্যক্রমকে মোকাবেলা করতে আমরা সোচ্চার থাকব।”