বর্তমানে ১৪৭ সদস্যের কেন্দ্রীয় সদস্যদের মধ্যে থেকে নতুন এ নির্বাহী কমিটি করা হয়েছে।
Published : 28 Dec 2024, 11:08 PM
কেন্দ্রীয় সদস্যদের সমন্বয়ে ৩৬ সদস্যের ‘কেন্দ্রীয় নির্বাহী কমিটি’ গঠন করেছে জাতীয় নাগরিক কমিটি।
সংগঠনের আহ্বায়ক নাসিরুদ্দীন পাটওয়ারী ও সদস্য সচিব আখতার হোসেন গত শুক্রবার এ কমিটি অনুমোদন করেন।
বর্তমানে ১৪৭ সদস্যের কেন্দ্রীয় সদস্যদের মধ্যে থেকে নতুন এই কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠনের বিষয়ে বলা হয়েছে, “ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নে জাতীয় নাগরিক কমিটির সাংগঠনিক গতিশীলতা বাড়ানোর লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে।"
কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আকরাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আগের কমিটিতে যারা যে পদে ছিলেন তারা স্বীয় পদে বহাল থাকবেন। তারা তাদের মত কাজ করবেন। সমান্তরালভাবে কেন্দ্রীয় নির্বাহী কমিটিও কাজ করে যাবে।"
বর্তমানের আহ্ববায়ক ও সদস্য সচিব ছাড়া কমিটির মুখ্য সংগঠক হিসেবে আছেন সারজিস আলম এবং মুখপাত্র সামান্তা শারমিন। কেন্দ্রীয় নির্বাহী কমিটির ৩৬ জনের মধ্যে তারাও আছেন।
নির্বাহী কমিটির সদস্যরা হলেন
আলাউদ্দীন মোহাম্মদ, ডা. তাজনূভা জাবীন, ফয়সাল আহমেদ শান্ত, মুহাম্মদ হাসান আলী, অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান, ডা. মো. আব্দুল আহাদ, জাবেদ রাসিন, অলীক মৃ, ডা. মাহমুদা আলম মিতু, মো. আতাউল্লাহ, সারোয়ার তুষার, অনিক রায়, মাজহারুল ইসলাম ফকির, মাহবুব আলম (মাহির), নাহিদা সারোয়ার চৌধু্রি, এস এম শাহরিয়ার, মশিউর রহমান, মোহাম্মদ মিরাজ মিয়া, আলী আহসান জুনায়েদ, ডা. তাসনিম জারা, মনিরা শারমিন, আব্দুল্লাহ আল আমিন, এস এম সাইফ মোস্তাফিজ, ড. আতিক মুজাহিদ, মো. নিজাম উদ্দিন, আরিফুল ইসলাম আদীব, রাফে সালমান রিফাত, মুশফিক-উস-সালেহীন, আরেফিন মোহাম্মদ হিযবুল্লাহ, সালেহ উদ্দিন সিফাত, আশরাফ উদ্দিন মাহদি, আকরাম হুসাইন সিএফ, সারজিস আলম, সামান্তা শারমিন, আখতার হোসেন ও মুহাম্মদ নাসীরুদ্দীন পাটওয়ারী।
জাতীয় নাগরিক কমিটিতে ৪০ নতুন সদস্য
কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সালেহ উদ্দিন সিফাত বলেন, " ৩৬ সদস্যের এ কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিদ্যমান অর্গানোগ্রাম তথা আহ্বায়ক, সদস্য সচিব, মুখপাত্র ও মুখ্য সংগঠকের অধীনেই কার্যক্রম পরিচালনা করবে “
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটির সদস্য নাসীরুদ্দীন পাটওয়ারীকে আহ্বায়ক, আখতার হোসেনকে সদস্যসচিব ও সামান্তা শারমিনকে মুখপাত্র করে ৫৫ সদস্যের জাতীয় নাগরিক কমিটি আত্মপ্রকাশ করে গত ৮ সেপ্টেম্বর।