Published : 06 May 2025, 09:11 PM
সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা চালাতে রাজনৈতিক লিয়াজোঁ কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), যার প্রধান করা হয়েছে দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবকে।
কমিটির অন্য সদস্যরা হলেন- যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম, মাহবুব আলম, আতিক মুজাহিদ, আশরাফ উদ্দিন মাহাদী, অনিক রায়, মুহাম্মদ হাসান আলী, যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক, সংগঠক মাওলানা সানাউল্লাহ খান, যুগ্ম সমন্বয়কারী সাদ্দাম হোসেন।
মঙ্গলবার এনসিপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ৯ সদস্যের এ কমিটির অনুমোদন করেছেন।
“বিভিন্ন রাজনৈতিক দল, উদ্যোগ ও পক্ষের সাথে আলাপ-আলোচনার জন্য রাজনৈতিক লিয়াজোঁ কমিটি গঠন করা হয়েছে,” বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।
এনসিপির রাজনৈতিক লিয়াজোঁ কমিটির প্রধানের দায়িত্ব পাওয়া আদীব এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটির সদস্য ছিলেন।
এর আগে ২০২৩ সালে ছাত্রদল ও ছাত্র পরিষদসহ ১৬ সংগঠনের সমন্বয়ে গঠিত ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র ঐক্যের’ সমন্বয়কও ছিলেন তিনি।
নতুন দায়িত্ব প্রসঙ্গে আদীব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এনসিপির রাজনৈতিক কর্মসূচি যেমন আওয়ামী লীগের বিচার, মৌলিক সংস্কার, শহীদ আহতদের চিকিৎসার মত বিষয়ে সব রাজনৈতিক দল, সংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সমন্বয় করা হবে এই কমিটির কাজ। এছাড়া জাতীয় ইস্যুতে ঐকমত্যের জন্য উদ্যোগ গ্রহণ করবে এ কমিটি।"