ছাত্রলীগ নেতা সনজিত এবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে

প্রধানমন্ত্রী কার্যালয়ের অ্যাসাইনমেন্ট অফিসার হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন তিনি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 March 2023, 12:35 PM
Updated : 21 March 2023, 12:35 PM

প্রধানমন্ত্রী কার্যালয়ের অ্যাসাইনমেন্ট অফিসার হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সভাপতি সনজিত চন্দ্র দাস।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তার এ নিয়োগের প্রজ্ঞাপন হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের ছাত্র সনজিত ২০১৮ সালে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন। ২০২২ সালের ৩ ডিসেম্বর সম্মেলনের মাধ্যমে ছাত্রলীগ থেকে বিদায় নেন তিনি।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োগের প্রতিক্রিয়ায় সনজিত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আমার অভিভাবক। এটি আমার পরম সৌভাগ্য যে দেশরত্ন আমাকে তার পাশে থেকে কাজ করার সুযোগ দিয়েছেন। উনি যেখানে যেভাবে আমাকে পাশে রাখবেন, আমি সেভাবেই কাজ করে যাব।”

জনপ্রশাসনের উপসচিব মোহা. রফিকুল ইসলাম স্বাক্ষরিত নিয়োগ আদেশে বলা হয়েছে, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক ছাড়ার শর্তে সনজিতকে গ্রেড-৯ এর বেতনের সর্বোচ্চ ধাপ অর্থাৎ ৫৩০৬০/ টাকা নির্ধারিত বেতনে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর মেয়াদকাল কিংবা তার সন্তুষ্টি অর্জন পর্যন্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাসাইনমেন্ট অফিসার পদে তার এই চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর থাকবে।