আওয়ামী লীগের সংসদীয় মনোয়ন বোর্ডের সভায় তাকে দলীয় মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত হয়।
Published : 28 Jan 2024, 09:40 AM
আওয়ামী লীগের প্রবীণ রাজনীতিক আব্দুল কুদ্দুসের মৃত্যুতে শূন্য হওয়া নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের উপনির্বাচনে নৌকার মনোনয়ন পেয়েছেন সিদ্দিকুর রহমান পাটোয়ারী।
বড়াইগ্রামের উপজেলা চেয়ারম্যান সিদ্দিকুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদকের দায়িত্ব সামলে আসছেন।
শুক্রবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোয়ন বোর্ডের সভায় তাকে দলীয় মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত হয়। সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দলটির উপ দপ্তর সম্পাদক সায়েম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নাটোর-৪ আসনের মনোনয়ন চেয়ে ১৭ জন মনোনয়ন ফরম কেনেন। মনোনয়ন বোর্ড মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারীকে দলের মনোনয়ন দিয়েছে।
আগামী ১১ অক্টোবর ব্যালট পেপারের মাধ্যমে নাটোর-৪ আসনের উপনির্বাচন হবে। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৭ সেপ্টেম্বর।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)