সন্ধ্যায় বাড্ডার আলাতুননেসা গলিতে ‘অজ্ঞাত সন্ত্রাসীরা’ তার ওপর গুলি চালায়।
Published : 17 Jan 2025, 11:41 PM
রাজধানীর মধ্য বাড্ডায় জাতীয়তাবাদী চালক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জুয়েল খন্দকার গুলিতে আহত হয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই মো. মাসুদ শুক্রবার রাতে বলেন, গুলিবিদ্ধ জুয়েল হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন।
৫০ বছর বয়সী জুয়েল মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলার রবিউল্লাহ খন্দকারের ছেলে।
হাসপাতালে তিনি সাংবাদিকদের বলেন, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে মধ্য বাড্ডা আলাতুননেসা গলিতে ‘অজ্ঞাত সন্ত্রাসীরা’ তার ওপর গুলি চালায়। গুলি তার ডান উরুতে লাগে।
এ ঘটনায় পুলিশ বিস্তারিত আর কোনো তথ্য দিতে পারেনি।