যুব ইউনিয়নের সম্মেলন ১৩-১৪ জানুয়ারি

জাতীয় সম্মেলনকে সামনে রেখে ১৫১ সদস্যের প্রস্তুতি কমিটি করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Dec 2022, 05:39 PM
Updated : 2 Dec 2022, 05:39 PM

বাংলাদেশ যুব ইউনিয়ন তাদের দ্বাদশ জাতীয় সম্মেলন ডেকেছে আগামী ১৩-১৪ জানুয়ারি। 

এ লক্ষ্যে কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ডা. সাজেদুল হক রুবেলকে চেয়ারম্যান ও প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর আলম নান্নুকে আহ্বায়ক করে ১৫১ সদস্যের সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা করা হয়েছে। 

শুক্রবার ঢাকায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কর্মীসভায় এ ঘোষণা আসে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

এতে বলা হয়, আগামী জাতীয় সম্মেলন হবে বর্ণাঢ্য, সুশৃঙ্খল ও রাজনৈতিক প্রস্তুতির বিপ্লবী কর্মীদের সম্মেলন, যা আগামী দিনের কর্মসংস্থান ও ভোটাধিকারের সংগ্রামকে গড়ে তুলতে বিশেষ ভূমিকা পালন করবে। জাতীয় সম্মেলনের লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। 

“সাংগঠনিক প্রস্তুতি সম্পন্ন করেই জেলাগুলো জাতীয় সম্মেলনে সর্বোচ্চ সংখ্যক অংশ নেবেন।” 

এবারের সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের ভ্রাতৃপ্রতিম যুব সংগঠনের নেতারা যোগ দেবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। 

কর্মীসভায় প্রস্তুতি কমিটির চেয়ারম্যান ও আহ্বায়ক ছাড়াও অন্যদের মধ্যে সংগঠনের সাধারণ সম্পাদক খান আসাদুচ্চামান মাসুম, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি গোলাম রাব্বী খান, ঢাকা মহানগর উত্তরের সভাপতি চৌধুরী জোসেন, ঢাকা জেলার সভাপতি হরেণ্দ্র নাথ সিং, গাজীপুর জেলার আহ্বায়ক, মেহেদি হাসান, নারায়ণগঞ্জ জেলার সভাপতি রাশেদুল মঞ্জু বক্তব্য রাখেন।