তিন তরুণ উপদেষ্টা খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নেন এবং বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।
Published : 21 Nov 2024, 10:38 PM
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ করে দিতে পেরে তারা ‘গর্বিত’।
এক যুগ পর বৃহস্পতিবার বিকেলে সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। অনুষ্ঠানের এক ফাঁকে তার সঙ্গে সাক্ষাৎ করেন তিন তরুণ উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, মাহফুজ আলম ও মো. নাহিদ ইসলাম।
এ সময় তারা খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নেন এবং বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। আলাপের সময় তাদের হাস্যোজ্জ্বল দেখা যায়।
বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, ছাত্র বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম বকুল এ সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে সন্ধ্যায় ফেইসবুকে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাতের ছবি দিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ সামাজিক লেখেন, “আপনাকে এই সুযোগ করে দিতে পেরে আমরা গর্বিত।”
সর্বশেষ ২০১২ সালে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন খালেদা জিয়া, তখন তিনি বিরোধী দলীয় নেতা। এরপর আর কখনো তাকে সেনাকুঞ্জের এ আয়োজনে দেখা যায়নি। ২০১৮ সালে দুর্নীতি মামলায় কারাগারে যাওয়ার পর তাকে আর আমন্ত্রণও জানানো হয়নি।
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসও অনুষ্ঠানে খালেদা জিয়ার আগমণের বিষয়ে কথা বলেন।
তিনি বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া এখানে এসেছেন। একযুগ তিনি আসার সুযোগ পাননি। আমরা গর্বিত এই সুযোগ দিতে পেরে।”
দীর্ঘদিনের অসুস্থতার পরও বিশেষ দিনে সবার সঙ্গে শরিক হওয়ায় খালেদা জিয়াকে ধন্যবাদ জানিয়ে তার আশু রোগমুক্তি কামনা করেন প্রধান উপদেষ্টা।