সরকার পতনের পর বরিশালে ট্রাক দিয়ে বালু এনে চার রাত ধরে একটি পুকুর ভরাট করে দখলের অভিযোগ ওঠে বিলকিস জাহান শিরিন ও তার পরিবারের বিরুদ্ধে।
Published : 11 Aug 2024, 09:25 PM
পুকুর ভরাট ও দখলের অভিযোগ ওঠার পর বিএনপির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিনের দলীয় পদ স্থগিত করেছে কেন্দ্রীয় নেতৃত্ব।
রোববার দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
সেখানে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) হিসেবে অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিনের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম স্থগিত থাকবে।
সরকার পতনের পর বরিশাল নগরের ব্রাউন কম্পাউন্ড এলাকায় ট্রাক দিয়ে বালু এনে চার রাত ধরে একটি পুকুর ভরাট করে দখলের অভিযোগ ওঠে বিলকিস জাহান শিরিন ও তার পরিবারের বিরুদ্ধে। এ নিয়ে রোববার সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়।