“এত বছর ধরে যে নিপীড়ন-নির্যাতন চলেছে তখন কোন প্রতিবাদ না করে এই শেখ হাসিনার পতনের পরে নতুন সরকার আসার পরেই এই আন্দোলনটা করা লাগবে কেন?”
Published : 29 Nov 2024, 04:45 PM
পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে গ্রেপ্তার ঘিরে ঘটে যাওয়া ঘটনাবলীর সঙ্গে ‘পতিত স্বৈরাচারের’ যোগসূত্র আছে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
তিনি বলেন, “অন্য একটা সংগঠন সম্প্রতি যা করতেছে আমি নামও নিতে চাই না। তারা (আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ-ইসকন) দুনিয়ার বিভিন্ন দেশে তাদের শাখা আছে। জিজ্ঞাসা করেন, বাংলাদেশ ছাড়া আর কোন দেশে তারা তাদের দাবি নিয়ে মিছিল করে, লং মার্চের ঘোষণা দেয়, এই ধরনের আন্দোলন করে।
“কেন এখানে করা হয় এবং কেন এত বছর ধরে যে নিপীড়ন-নির্যাতন চলেছে তখন কোনো প্রতিবাদ না করে এই শেখ হাসিনার পতনের পরে নতুন সরকার আসার পরেই এই আন্দোলনটা করা লাগবে?”
জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে শুক্রবার খেলাফত আন্দোলনের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় কথা বলছিলেন নজরুল।
ইসকনকে উদ্দেশ্য করে তিনি বলেন, “তারা (ইসকন) এদেশের মানুষ হয়ে ভারতের সরকারের কাছে অনুরোধ জানায় এই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য। বাংলাদেশ কী কারো অধীন দেশ নাকি যে ব্যবস্থা নেবে? আর তারাও বিবৃতি দেয়।”
জুলাই-অগাস্টে সরকার পতনের আন্দোলনে নিহতদের নিয়ে ভারত কোনো বিবৃতি দেয়নি বলেও অভিযোগ তুলেছেন বিএনপির এই নেতা।
তিনি বলেন, “এই যে আমাদের অ্যাডভোকেটকে মেরে ফেলা হলো, কই এই নিয়ে তো কোনো বিবৃতি নাই।”
‘চোখ রাঙাবেন না’
বাংলাদেশের মানুষের ঐক্যবদ্ধ শক্তির কথা স্মরণ করিয়ে দিয়ে নজরুল বলেন, “পৃথিবীর আর কোনো দেশের মানুষ এত আন্দোলন করে নাই, এত মানুষ জীবন দেয় নাই। কাজেই আমাদেরকে চোখ রাঙানো উচিত নয় কারও। শুধু যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি তাহলেই আমরা বিজয়ী হব।”
অন্তবর্তীকালীন সরকারের প্রতি অনুরোধ রেখে বিএনপির এই বর্ষীয়ান নেতা বলেন, “বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলেন, সব সংগঠনের সাথে কথা বলেন, শ্রমিক সংগঠনের সাথে কথা বলেন, সিভিল সোসাইটির সাথে কথা বলেন, সাংবাদিকদের সাথে কথা বলেন, সবাইকে পাশে নেওয়ার চেষ্টা করেন।”
বাংলাদেশ খেলাফত আন্দোলনের সিনিয়র নায়েবে আমীর আলহ্বাজ মোহাম্মদ আজম খানের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির মুনির হোসেন, খেলাফত মজলিশের নায়েবে আমির মাওলানা আহমেদ আলী কাশেমী, মাওলানা আবুল কাশেম কাশেমী, ভারপ্রাপ্ত মহাসচিব মুফতি সৈয়দ ফখরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এনায়েতুল্লাহ হাফেজ্জী, বাংলাদেশ ছাত্র শিবিরেরে সভাপতি মঞ্জুরুল ইসলামসহ বক্তব্য রাখেন।