nomination.albd.org ওয়েবসাইটের পাশাপাশি 'Smart Nomination App' নামে অ্যাপ চালু করা হয়েছে। ‘নগদ’ অ্যাকাউন্টে ৫০ হাজার টাকা পরিশোধ করলেই ফরম পূরণ করা যাবে।
Published : 17 Nov 2023, 08:32 PM
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথমবারের মতো অনলাইনে মনোনয়ন ফরম কেনা ও জমা দেওয়ার প্রক্রিয়া চালু করল আওয়ামী লীগ।
আগামী ৭ জানুয়ারির ভোটকে সামনে রেখে তফসিল ঘোষণার দুই দিন পর শুক্রবার দলের ওয়েবসাইটে অনলাইনে ফরম বিক্রি ও জমা দেওয়ার এই ট্যাব যুক্ত করা হয়।
দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিকে জানানো হয়, nomination.albd.org ওয়েবসাইটের পাশাপাশি মোবাইল অ্যাপও চালু করা হয়েছে।
'Smart Nomination App' নামে অ্যাপটি গুগল প্লে-স্টোর বা IOS অ্যাপ-স্টোর থেকে ডাউনলোড করে ইনস্টল করা যাবে।
শনিবার থেকে মনোনয়ন প্রত্যাশীদের কাছে ফরম বিক্রি কার্যক্রম শুরু করতে যাচ্ছে আওয়ামী লীগ। চলবে মঙ্গলবার বিকাল পর্যন্ত। জমা দেওয়ার সময়ও শেষ হবে সেদিন বিকাল চারটায়।
আওয়ামী লীগের বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনলাইনে ফরম পূরণ ও জমা দিতে চাইলে প্রথমেই অ্যাপ অথবা ওয়েবসাইটে প্রবেশ করে নিবন্ধন করতে হবে। এরপর লগ-ইন করে নিয়ম অনুযায়ী ইলেক্ট্রনিক পদ্ধতিতে ৫০ হাজার টাকা জমা দেওয়ার পর মনোনয়ন ফরম পূরণ ও জমা দেওয়া যাবে।
একজন নেতা জানিয়েছে, এই টাকা দিতে হবে দলের নগদ অ্যাকাউন্টে। নম্বরটি অ্যাপ ও ওয়েবসাইটে দেওয়া থাকবে।
নির্বাচন কমিশন যে তফসিল ঘোষণা করেছে, তাতে মনোনয়নপত্র জমার শেষ সময় রাখা হয়েছে ৩০ নভেম্বর।
দলের মনোনয়নপ্রত্যাশীদের কাছ থেকে আবেদন সংগ্রহের পর সেগুলো যাচাই বাছাই করে প্রার্থী চূড়ান্ত করবে আওয়ামী লীগ।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যেসব আসন শরিকদের ছেড়ে দেওয়া হয়েছিল, সেসব আসনেও মনোনয়ন ফরম বিক্রি করবে আওয়ামী লীগ। শরিকদের সঙ্গে আসন ভাগাভাগির সিদ্ধান্ত পরে হবে বলেও জানান ক্ষমতাসীন দলের নেতারা।
আগের দিন দলের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সশরীরে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমার জন্য ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বিভাগওয়ারী বুথ স্থাপন করা হয়েছে।
কার্যালয়ের দ্বিতীয় তলায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগ এবং তৃতীয় তলায় রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের আসনগুলোর জন্য মনোনয়ন ফরম বিক্রি করা হবে।
কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় সব বিভাগের মনোনয়ন ফরম জমা নেওয়া হবে।
মনোনয়নপ্রত্যাশীর নিজে অথবা প্রতিনিধির মাধ্যমে ফরম সংগ্রহ ও জমা দেওয়া, অতিরিক্ত লোকসমাগম না করা, আবেদনপত্র সংগ্রহের সময় প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিয়ে আসার পরামর্শও দেওয়া হয় আওয়ামী লীগের সেই বিজ্ঞপ্তিতে।
এই ফটোকপির ওপর মোবাইল নম্বর ও বর্তমান সাংগঠনিক পরিচয়সহ ৩টি পদ সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে।