“ডাক্তাররা তাকে বাসায় গিয়ে দেখে এসেছেন। তার শারীরিক অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল।”
Published : 12 Feb 2025, 01:28 PM
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডনে ছেলের বাসায় আগের চেয়ে ‘অনেকটা ভালো আছেন’বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন।
বুধবার টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “উনি মানসিকভাবে অনেকটা বেটার আছেন। ডাক্তাররা তাকে বাসায় গিয়ে দেখে এসেছেন। তার শারীরিক অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল।”
৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি জটিলতা, হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন।
গত ৮ জানুয়ারি তাকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে নিয়ে যাওয়া হয়। সেদিনই তাকে ভর্তি করা হয় লন্ডন ক্লিনিকে।
হাসপাতালে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেন চিকিৎসকরা। ২৫ জানুয়ারি চিকিৎসদের ছাড়পত্র পেয়ে লন্ডনে ছেলে তারেক রহমানের বাসায় উঠেন খালেদা।
জাহিদ হোসেন বলেন, “ম্যাডামের চিকিৎসা উনার জ্যেষ্ঠ সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের বাসাতেই হচ্ছে। বাসায় তার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান, সৈয়দা শামিলা রহমানসহ তিন নাতনি আছেন। ব্যারিস্টার জায়মা রহমান (তারেক রহমানের মেয়ে), জাহিয়া রহমান এবং জাফিয়া রহমান (প্রয়াত আরাফাত রহমানের মেয়ে) তাদের দাদির টেক কেয়ার করেছেন।”
বিএনপি চেয়ারপারসনের সুস্থতার জন্য দেশবাসীসহ প্রবাসীদের কাছে দোয়া চান অধ্যাপক জাহিদ।
বিএনপি চেয়ারপারসন কবে নাগাদ দেশে ফিরবেন জানতে চাইলে জাহিদ হোসেন বলেন, “এখানকার চিকিৎসকরা যখন মনে করবেন যে দেশে যাওয়ার মত একটি অবস্থার মধ্যে উনি আছেন, তখনই ইনশাল্লাহ তিনি লন্ডন থেকে বাংলাদেশে ফেরত যাবেন।”