সাবের হেসেনকে আদালতে হাজির করার সময় বিক্ষোভ করে একদল লোক, তার দিকে ডিমও ছোড়া হয়।
Published : 07 Oct 2024, 05:16 PM
সাবেক বন ও পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে দুই বছর আগে এক বিএনপিকর্মী হত্যা মামলায় জিজ্ঞাসাবাদে জন্য রিমান্ডে পেয়েছে পুলিশ।
সোমবার তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপ-পরিদর্শক নাজমুল হাচান। অন্যদিকে রিমান্ডের বিরোধিতা করে জামিন শুনানি করেন আইনজীবী এহেসানুল হক সমাজী।
শুনানি শেষে জামিন আবেদন নাকচ করে সাবের হোসেনকে ৫ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. মাহবুবুল হক।
মামলার বিবরণে বলা হয়, ২০২২ সালের ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশ সামনে রেখে দলের নেতাকর্মীরা ঢাকায় জড়ো হতে শুরু করেন। এর মধ্যে ৭ ডিসেম্বর বিকালে ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও আশপাশের এলাকায় নেতাকর্মীদের ওপর নির্বিচারে লাঠিপেটা, ককটেল হামলা, টিয়ারশেল নিক্ষেপ, সাউন্ড-গ্রেনেড বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে।
ওই ঘটনায় বিএনপির কয়েকশ নেতাকর্মী আহত হন। মকবুল নামের এক বিএনপি কর্মীকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকের কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওই ঘটনায় মাহফুজুর রহমান নামের একজন গত ৩০ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৫৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন। সাবের হোসেন চৌধুরীকেও সেখানে আসামি করা হয়।
রাজধানীর গুলশান থেকে রোববার গ্রেপ্তার করা হয় সাবের হোসেনকে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক এই মন্ত্রীকে আদালতে হাজির করার সময় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। আদালতে সাদা রঙের দশ তলা ভবনের বিভিন্ন তলার বারান্দায় উৎসুক মানুষ ভিড় করে।
সাবের হোসেনকে নিয়ে পুলিশ আদালতে প্রবেশের সময় তার দিকে ডিম ছোড়ে বিক্ষোভকারীরা। অনেকে বিভিন্ন স্লোগান দেন।
ঢাকা ৯ আসনের সাবেক সংসদ সদস্য সাবের আওয়ামী লীগ সরকারের সবশেষ মন্ত্রিসভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী ছিলেন।
এর আগে ১৯৯৯ সালে তিনি প্রথমে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হন। পরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।
সাবের হোসেন ২০২৩ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবেশ ও জলবায়ু বিষয়ক বিশেষ দূত হিসেবে নিয়োগ পান। একাদশ সংসদে তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির দায়িত্বেও ছিলেন।
পুরনো খবর
সাবেরকে ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ, আদালত প্রাঙ্গণে বিক্ষোভ
গুলশান থেকে গ্রেপ্তার সাবের হোসেন চৌধুরী
'বন্দুকযুদ্ধের নামে' ছাত্রদল নেতা হত্যা: সাবের চৌধুরীসহ আসামি ৬২