বিশৃঙ্খলা না করার প্রতিশ্রুতি দিলে বিক্ষোভকারীদের বিচারক প্রবেশের ফটকের সিঁড়িতে বসার অনুমতি দেওয়া হয়।
Published : 07 Oct 2024, 04:01 PM
সাবেক বন ও পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে আদালতে আনা হচ্ছে খবর পেয়ে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালত প্রাঙ্গণ ও হাজত খানার সামনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখিয়েছেন একদল লোক।
সোমবার ওই বিক্ষোভকারীদের আদালত চত্বর থেকে সরিয়ে দিতে চেষ্টা করেন সেনা সদস্যরা। এরপর বিশৃঙ্খলা না করার প্রতিশ্রুতি দিলে বিক্ষোভকারীদের মুখ্য মহানগর হাকিম আদালতের সাদা ভবনের বিপরীতে লাল ভবনে বিচারকদের প্রবেশের ফটকের সিঁড়িতে বসার অনুমতি দেওয়া হয়।
বিক্ষোভকারীরা একজন আইনজীবীর মাধ্যমে শান্তিশৃঙ্খলা বজায় রাখার এই প্রতিশ্রুতির কথা জানান।
বিএনপির মহাসমাবেশে হামলায় বিএনপি কর্মী মকবুল নিহতের ঘটনায় পল্টন থানার মামলায় সাবের হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মাহবুবুর রহমানের আদালতে তার উপস্থিতিতে এ রিমান্ড শুনানি হওয়ার কথা রয়েছে।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক এই মন্ত্রীকে আদালতে নিয়ে আসার খবরে আদালত প্রাঙ্গণ সরগরম হয়ে ওঠে দুপুর থেকে । সাদা রঙের দশ তলা ভবনের বিভিন্ন তলার বারান্দায়ও উৎসুক মানুষ ভিড় করে।
বাড়তি নিরাপত্তা নিশ্চিতের জন্য আদালত প্রাঙ্গণে অতিরিক্ত পুলিশ নিয়োজিত করা হয়।
রাজধানীর গুলশান থেকে রোববার গ্রেপ্তার করা হয় সাবের হোসেনকে। এক ছাত্রদল নেতাকে বন্দুকযুদ্ধের নামে হত্যার অভিযোগে মামলা হয়েছে তার বিরুদ্ধে।
রাজধানীর খিলগাঁওয়ে প্রায় নয় বছর আগে ওই ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন খিলগাঁও থানা ছাত্রদলের তৎকালীন সভাপতি নুরুজ্জামান জনি। তার বাবা ইয়াকুব আলী গত সেপ্টেম্বরে সাবেরসহ ৬২ জনের বিরুদ্ধে মামলাটি করেন।
ঢাকা ৯ আসনের সাবেক সংসদ সদস্য সাবের আওয়ামী লীগ সরকারের সবশেষ মন্ত্রিসভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী ছিলেন।
এর আগে ১৯৯৯ সালে তিনি প্রথমে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হন। পরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।
সাবের হোসেন ২০২৩ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবেশ ও জলবায়ু বিষয়ক বিশেষ দূত হিসেবে নিয়োগ পান। একাদশ সংসদে তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির দায়িত্বেও ছিলেন।