পাহাড় ধসে রাস্তা বন্ধ, উত্তরাখণ্ডে ৩০০ পর্যটক আটকা

লখনপুরের কাছে লিপুলেখ-তাওয়াঘাট সড়কের দুই প্রান্ত দারচুলা ও গুনজিতে ওই পর্যটকরা আটকা পড়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 June 2023, 06:28 AM
Updated : 1 June 2023, 06:28 AM

পাহাড়ের গা থেকে পাথর ধসে গুরুত্বপূর্ণ একটি সড়কের যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ায় উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলায় অন্তত ৩০০ পর্যটক আটকা পড়েছেন।

লখনপুরের কাছে লিপুলেখ-তাওয়াঘাট সড়কের দুই প্রান্ত দারচুলা ও গুনজিতে ওই পর্যটকরা আটকা পড়েছেন বলে স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনের বরাত দিয়ে জানিয়েছে এনডিটিভি।

সড়কটি চালু করতে অন্তত ২ দিন লেগে যাবে বলে ধারণা করা হচ্ছে। এই রাস্তাটি কেদারনাথ মন্দিরগামী তীর্থযাত্রীদের কাছে বেশ জনপ্রিয়।

ভারতের আবহাওয়া বিভাগ রাজ্যের আলমোরা, বাগেশ্বর, চামোলি, চামপাওয়াত, দেরাদুন, গারহোয়াল, হরিদ্বার, নৈনিতাল, পিথোরাগড়, রুদ্রপ্রয়াগ, তেহরি গারহোয়ালা, উধাম সিং নগর ও উত্তরকাশী জেলায় ধুলাঝড় ও বজ্রবৃষ্টির সতর্কতা জারি করেছে।

আটকা পড়াদের জন্য নির্দেশিকা জারি করে তীর্থযাত্রীদের নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছে পুলিশ।

“তীর্থযাত্রীরা দয়া করে নিরাপদ স্থানে থাকুন, অপ্রয়োজনে ঘোরাঘুরি করবেন না, গাড়ি নিরাপদ স্থানে রাখুন। আবহাওয়া পরিষ্কার হলে ভ্রমণ করুন।

“যমুনোত্রী ও গঙ্গোত্রী ধাম যাত্রার জন্য আসা সব ভক্তদের আবহাওয়া পূর্বাভাস দেখে ভ্রমণ সাজাতে অনুরোধ করছি, ভ্রমণের সময় বৃষ্টি থেকে বাঁচার উপকরণ, ছাতা ও গরম কাপড় রাখুন,” বলেছে তারা।