পদত্যাগ করতে চেয়েছিলাম, দল মানেনি: মমতা

ভোটে পশ্চিমবঙ্গে ধারণার চেয়ে বেশি আসন খোয়ানোর ব্যর্থতার দায় নিয়ে মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে চাইলেও দল রাজি হয়নি বলে নিজেই জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 May 2019, 02:45 PM
Updated : 25 May 2019, 02:48 PM

সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনের ফল বিশ্লেষণে শনিবার কলকাতায় বৈঠকে বসে তৃণমূল কংগ্রেস।

টাইমস অব ইন্ডিয়া জানায়, বৈঠকের পর মমতা সাংবাদিকদের বলেন, “সভার শুরুতেই আমি বলেছিলাম, আমি আর মুখ্যমন্ত্রীর দায়িত্ব চালিয়ে যেতে চাই না।”

আনন্দবাজার পত্রিকা মমতাকে উদ্ধৃত করে বলেছে, “সরকারি কাজ আমি বেশি করে ফেলেছি। এখন থেকে দলকে বেশি সময় দেব। রেলমন্ত্রক ছাড়তে আমার এক মিনিট লেগেছিল। চেয়ার আমার কাছে কিচ্ছু নয়। আমার চেয়ারকে প্রয়োজন নেই। চেয়ারের আমাকে প্রয়োজন।

“আজকের বৈঠকে মুখ্যমন্ত্রী পদ ছাড়তে চেয়েছিলাম। শুধু দলের প্রধান হিসেবে কাজ চালাব বলেছিলাম, কিন্তু দল মানল না।”

কিন্তু তৃণমূলের কেন্দ্রীয় নেতারা দলীয় প্রধানের এই ইচ্ছায় সাড়া দেননি। ফলে দলীয় প্রধানের পাশাপাশি রাজ্যের সরকার প্রধানের দায়িত্বও চালিয়ে যেতে হচ্ছে মমতাকে।

 

এবার লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ফলাফল বলে দিচ্ছে, আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি তার জন্য কঠিন চ্যালেঞ্জ নিয়ে আসছে।

রাজ্যের ৪২টি আসনের মধ্যে বিজেপির আসন সংখ্যা ১৬টি বেড়ে ১৮টি হয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস সর্বাধিক ২২টি আসনে জিতলেও তাদের আসন কমছে ১২টি।

তিন দশক পর বামদের হটিয়ে ২০১১ সালে রাজ্যে ক্ষমতায় আসা মমতার দলের ভোটের হারের কাছেও এবার পৌঁছে গেছে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি।

কেন্দ্রীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা ভোটের পরও করে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা।

তিনি বলেছেন, কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গে ‘জরুরি’ অবস্থার মতো জারি করে রেখেছে। আর নির্বাচন কমিশন নীরব থেকে তাতে সমর্থন জুগিয়েছে।

এ রাজ্যে বামরা এবার বিজেপিকে ভোট দিয়ে গেছে বলেও দাবি করেন তৃণমূল নেত্রী।

মুসলিম তোষণের অভিযোগের জবাবে মমতা বলেন, “আমি ইফতারে যাচ্ছি, একশো বার যাব। যে গরু দুধ দেয়, তার লাথি খাওয়া ভালো।”

আরও খবর