সংবর্ধনা অনুষ্ঠানে স্তন ক্যান্সার জয়ী নারীরা তাদের অদম্য মনোবল ও আত্মবিশ্বাসের গল্প শোনান।
Published : 19 Oct 2023, 05:37 PM
স্তন ক্যান্সার থেকে সেরে ওঠা নারী ও তাদের পাশে থাকা সেবিকাদের সংবর্ধনা দিয়েছে ফ্রেশ টিস্যু এবং ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন।
ঢাকার একটি হোটেলে বুধবার এই সংবর্ধনা দেওয়া হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বাংলাদেশ ক্যান্সার সোসাইটির সহযোগিতায় এই আয়োজনে স্তন ক্যান্সার জয়ী নারীরা তাদের অদম্য মনোবল ও আত্মবিশ্বাসের গল্প শোনান। এই সমস্যায় যারা ভুগছেন তাদের ধৈর্য সহকারে লড়াই চালিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেন। ভুক্তভোগী নারীদের প্রতি সহানুভূতিশীল হতে আশেপাশের লোকজনদের প্রতি আহ্বান জানান।
বিশ্বব্যাপী প্রতি বছর অক্টোবর মাসকে ‘ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস’ হিসেবে পালন করা হয়। এ মাসটিকে ‘পিংক অক্টোবর’ও বলা হয়। এ বছর অক্টোবরের প্রতিপাদ্য- ‘ব্রেস্ট ক্যান্সার বিষয়ক সচেতনতা তৈরি ও প্রতিকার নিশ্চিত করা’।
স্তন ক্যান্সারের বিরুদ্ধে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) এর ফ্রেশ টিস্যু গত কয়েক বছর ধরেই দেশব্যাপী নানা কার্যক্রম চালিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় এবারের সংবর্ধনার আয়োজন।
সংবর্ধনা অনুষ্ঠানে এমজিআই ডিরেক্টর ব্যারিস্টার তাসনিম মোস্তফা, বাংলাদেশ ক্যান্সার সোসাইটি’র প্রেসিডেন্ট অধ্যাপক গোলাম মহিউদ্দিন ফারুক, সেক্রেটারি জেনারেল অধ্যাপক কাজী মুশতাক হোসেন, এমজিআই সিনিয়র জিএম (ব্র্যান্ড) কাজী মো. মহিউদ্দিন এবং জিএম (সেলস) মো. ইয়াছিন মোল্লা এবং ক্যান্সার জয়ী নারীদের আপনজনেরা অংশগ্রহণ করেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাতে ফ্রেশ তাদের বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রতিবছর স্তন ক্যান্সারে বাংলাদেশে প্রায় ৭ হাজার নারীর মৃত্যু হচ্ছে। তবে প্রাথমিক পর্যায়ে এটি শনাক্ত করা গেলে প্রায় সেরে ওঠার সম্ভাবনা বেশি থাকে।