ঢাকার হাজারীবাগ এলাকার শিশুদের ওপর কোভিড কী ধরনের প্রভাব ফেলেছে, সেই চিত্র উঠে এলো ওই এলাকার শ্রমজীবী শিশুদের চোখে। সুইজারল্যান্ড ভিত্তিক সংস্থা তেরে দেস হোমসের সহযোগিতায় মোবাইল ফোনে শিশুদের তোলা আলোকচিত্র নিয়ে হাজারীবাগের গজমহল খেলার মাঠে রোববার হয়ে গেল উন্মুক্ত প্রদর্শনী।