কচুরিপানায় ভরা বুড়িগঙ্গার শাখা

বুড়িগঙ্গা নদী কামরাঙ্গীরচরে এসে কয়েকটি শাখায় ভাগ হয়েছে, এসব শাখার এক প্রান্ত নদীর সঙ্গে যুক্ত থাকলেও অন্য প্রান্ত নেই। এই শাখাগুলো বছরের একটা সময় ছেয়ে যায় কচুরিপানায়। কামরাঙ্গীরচরে বাসিন্দারা সহজে এবং সময় বাঁচানোর জন্য এই খালগুলো নৌকায় পার হয়ে থাকে। বুড়িগঙ্গার নদীর এই শাখাগুলো এখন এতটাই কচুরিপানায় ভরা, যে দূর থেকে দেখলে মনে হবে বিশাল সবুজ মাঠ। ছবি: মাহমুদ জামান অভি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 July 2022, 10:47 AM
Updated : 22 July 2022, 10:47 AM