শান্তির জন্য পানি প্রতিপাদ্যে শুক্রবার পালন করা হচ্ছে বিশ্ব পানি দিবস। তবে শান্তিতে নেই ঢাকার বুড়িগঙ্গা নদী ও আশপাশের মানুষ। দূষণে একদিকে পানি যেমন গাঢ় কালো আকার ধারণ করছে, অন্যদিকে তীব্র দুর্গন্ধে হাঁপিয়ে উঠেছে নদী তীরের বাসিন্দারা।
Published : 22 Mar 2024, 05:12 PM