দেশের দীর্ঘতম জিপ লাইনে চড়ে চোখ ধাঁধানো প্রাকৃতিক দৃশ্য উপভোগ, সবচেয়ে উঁচু ক্লাইম্বিং ওয়াল আর ট্রি টপ ওয়াকিংয়ে রোমাঞ্চের স্বাদ, আর ক্যাম্পিংয়ে প্রকৃতির গভীর সৌর্ন্দয উপভোগ- এমন সব সুযোগ-সুবিধা নিয়ে খাগড়াছড়ির মানিকছড়িতে গড়ে তোলা হয়েছে ডিসি অ্যাডভেঞ্চার ও ইকো ট্যুরিজম পার্ক। ১৬০ একর আয়তনের পার্কটি পার্বত্য চট্টগ্রামে বড় পরিসরে অ্যাডভেঞ্চার নির্ভর প্রথম পার্ক বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
Published : 28 Nov 2023, 03:09 PM