আব্দুল্লাহপুর থেকে রাজধানীর বিভিন্ন গন্তব্যে যেসব বাস চলে, সেগুলোকে শৃঙ্খলায় আনতে চালু করা হয়েছে কাউন্টার পদ্ধতি। অর্থাৎ কাউন্টার থেকে টিকেট কেটে উঠতে হবে বাসে, নামতে হবে নির্দিষ্ট স্থানে। কিন্তু পরিবহন শ্রমিকরা এই পদ্ধতি নিয়ে নাখোশ। ফলে কয়েকদিন ধরে রাস্তায় বাসও কমে গেছে। আর ভোগান্তিতে পড়েছে মানুষ।
Published : 12 Feb 2025, 07:06 PM