ছাত্র-জনতার প্রবল আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পরপর একদল মানুষের তাণ্ডবে ধ্বংসস্তূপে পরিণত হয় যাত্রাবাড়ী থানা। জব্দ করা গাড়িসহ পুড়িয়ে দেওয়া হয়েছে অনেক গাড়ি; ভাঙা হয়েছে প্রায় সব আসবাবপত্র, দেওয়া হয়েছে আগুন। দুই সপ্তাহ পরও এখনও এলোমেলো পুরো থানা। ধ্বংসস্তূপের ক্ষত কবে সারবে সেটিও অজানা।
Published : 19 Aug 2024, 09:41 PM