বিদ্যুতের খুঁটি হলেও তার সঙ্গে জড়িয়ে-পেঁচিয়ে আছে ইন্টারনেট ও ডিস লাইনের তার। গোলাকধাঁধার মত পেঁচানো এসব তারের আগামাথা খুঁজে পাওয়াই ভার। বছরের পর বছর বিপজ্জনকভাবে তারের এমন জটলা ঝুলছে রাজধানীর প্রায় সব এলাকার সড়ক, অলিতে-গলিতে।
Published : 22 Jan 2025, 08:06 PM