সকলে একসাথে মিলবার, চলবার স্বপ্ন নিয়ে ভোরের আলো ফুটতে ফুটতে ভৈরবীর রাগালাপে সূচনা হয় ছায়ানটের ১৪৩২ বঙ্গাব্দবরণের প্রভাতী আয়োজন। নারী-পুরুষ-শিশু সবাই সোমবার ভোরে রমনা বটমূলে এসেছিল বৈশাখী সাজে।