বিগত সরকারের আমলে ‘আয়নাঘর’ নামে কুখ্যাতি পাওয়া তিনটি গোপন বন্দিশালা ঘুরে দেখেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস; দেখেছেন নির্যাতনে ব্যবহৃত বৈদ্যুতিক চেয়ার, দেয়ালে লেখা কলেমা, দাগ কাটা দিনের পরিসংখ্যানসহ বহু কিছু।