ব্যাটারিচালিত রিকশা এখন আশপাশের সড়ক ছাড়িয়ে মহাসড়কেও উঠে গেছে। রাজধানীর পথে বাধাহীনভাবে চলাচলের পর এসব রিকশাকে ছুটতে দেখা গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কেও। উল্টো পথেও চলছে বেশ কিছু তিন চাকার বাহন, যা ব্যস্ত এ মহাসড়কে তৈরি করেছে দুর্ঘটনার ঝুকি।
Published : 20 Mar 2025, 09:15 PM