টানা তাপপ্রবাহ আর প্রখর রোদে বৈশাখের প্রথম দিকের দিনগুলো অসহনীয় ঠেকছে সবার কাছে। গরম থেকে একটু নিস্তার পেতে তাই পানিতে নেমেছে দূরন্ত শিশুর দল। বুড়িগঙ্গার পানি ময়লা, কালো-থোরাই কেয়ার করছে তারা। পানির দুর্গন্ধে পাড় ধরে হাঁটা না গেলেও থেমে নেই তাদের দুরন্তপনা।
Published : 19 Apr 2024, 02:58 PM