শীত শেষে ঝরতে শুরু করেছে গাছের পাতা। চিরহরিৎ বৃক্ষ থেকে শুরু করে প্রায় সব গাছের শুকনো পাতায় ছেয়েছে গাছতলা। আর বসন্তের আগমনে ঝরে যাওয়া পাতার জায়গায় দেখা মিলছে কুঁড়ি আর নতুন পাতার।