গরমে হাঁসফাঁস করলেও এখনো অনেকের সাধ্য হয় না শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) কেনার। তবে মধ্যবিত্তরা অবশ্য প্রায়ই পুরনো এসির খোঁজখবর করেন। অনেকের জন্য তাই রাজধানীর ধোলাইখালের পুরনো এসির বাজার অনেকটা আশির্বাদের মতো। এখানে ১০ হাজার থেকে ৫০ হাজার টাকায় দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের এসি মিলছে।