কুমিল্লার বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের মিথলমা গ্রামের উঠানে বা উঁচু ক্ষেতে ত্রিপলে ঢাকা শতশত মণ আলু। ভালো দামের আশায় মাসখানেক ধরে খোলা জায়গায় মাটিতেই সংরক্ষণ করা হচ্ছে। ফলে নষ্ট হচ্ছে অনেক আলু। কৃষকদের দাবি, আলু চাষে তাদের ‘উৎপাদন খরচও উঠছে না’।
Published : 19 Apr 2025, 09:23 AM