আপনজনের মঙ্গল কামনায় কার্তিক মাসের শেষার্ধের প্রতি শনি ও মঙ্গলবার উপবাস পালন করেন লোকনাথ ভক্তরা। নারায়ণগঞ্জের বারদী লোকনাথ আশ্রমে মঙ্গলবার সন্ধ্যায় প্রদীপ প্রজ্বালন শেষে তারা উপবাস ভাঙেন। এ উৎসব ‘কার্তিক ব্রত’, ‘রাখের উপবাস’ নামে পরিচিত।
Published : 05 Nov 2024, 07:46 PM