এবার বর্ষা এসেছে দেরিতে, আষাড়-শ্রাবণ পেরিয়ে যাওয়ার পর দেখা মিলেছে অঝোর বর্ষণের। বর্ষার ফুল কদমও কি তাই দেরিতে ফুটছে। শরৎ কালও যখন শেষ হব হব করছে, তখন বিভিন্ন স্থানে কদম গাছে দেখা যাচ্ছে ফুলের সমারোহ। এমনটা আগে দেখা যায়নি।
Published : 11 Oct 2022, 06:57 PM