সড়কের মোড়ে মোড়ে সিগন্যাল বাতি থাকলেও গাড়ি চলে ট্রাফিক পুলিশের ইশারায়। চলন্ত গাড়ির সামনে দিয়ে ঝুঁকি নিয়ে রাস্তা পার হন পথচারীরা। নির্দিষ্ট স্থানে থামার কথা থাকলেও যেখানে সেখানে দাঁড়িয়ে যায় বাস। রাজধানীর সড়কে এমন অব্যবস্থাপনা দীর্ঘদিনের; নিয়ম মানেন না চালক কিংবা পথচারী কেউ।
Published : 19 Sep 2022, 07:55 PM