রিকশাচিত্রের জৌলুস ফেরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে অভিনব এক উদ্যোগ চায়ের দোকানে রিকশাচিত্র। কিন্তু যাদের হাত ধরে এই রিকশা চিত্র তারাই গণমাধ্যমের প্রচারের আড়ালে। টিএসসির চায়ের দোকানের রিকশাচিত্রের কাজ করেছে পুরান ঢাকার হানিফ পাপ্পু ও তার সহযোগীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর উদ্যোগ হলেও তিন দিন ধরে প্রায় পুরো আল্পনার কাজটি তারাই করেছেন। সিনেমার পোস্টার তৈরির জন্যও রয়েছে হানিফ পাপ্পুর খ্যাতি। ছবি: মাহমুদ জামান অভি
Published : 12 Feb 2022, 07:04 PM