যানজট কমাতে নির্মাণাধীন বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্প উল্টো যানজটের কারণ হয়ে দাঁড়িয়েছে নির্মাণে বছরের পর বছর পেরিয়ে যাওয়ায়; প্রাণঘাতি দুর্ঘটনাসহ জন্ম দিয়েছে অনেক আলোচনারও। সেই উড়াল সড়কের টঙ্গী ফায়ার সার্ভিস থেকে উত্তরা হাউজ বিল্ডিং অংশের ঢাকামুখী দুটি লেইন সাধারণ যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে রোববার।
Published : 06 Nov 2022, 06:40 PM