ভাপে তৈরি কাপকেক
ইশরাত মৌরি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Jan 2015 07:07 PM BdST Updated: 25 Jan 2015 07:08 PM BdST
ওভেন ছাড়া কেক তৈরির পদ্ধতি।
চুলায় ভাপে সহজে কেক বানানো যায়। এই পদ্ধতিতে কেক খুব নরম হয়। সেরকমই একটি পদ্ধতি বাতলিয়েছেন ফারহানা রহমান।
উপকরণ
ময়দা বা আটা আধা কাপ। গুঁড়া চিনি আধা কাপ। ডিম ২টি। তরল দুধ ৪ টেবিল-চামচ। গুঁড়াদুধ ১ টেবিল-চামচ। ভেনিলা এসেন্স ১ টেবিল-চামচ। বেকিং পাউডার আধা চা-চামচ। বেকিং সোডা ১ চিমটি। তেল এককাপের তিনভাগের একভাগ।
পদ্ধতি

এবার ভ্যানিলা এসেন্স যোগ করুন। বেকিং পাউডার আর সোডা মিশিয়ে বিট করতে থাকুন। এবার স্প্যচুলা কিংবা ননস্টিকি চামচ দিয়ে ময়দা মিশিয়ে দিন। সব ময়দা একেবারে না দিয়ে অল্প অল্প করে দিন আর বিট করতে থাকুন।
এবার গুঁড়াদুধ আর তরলদুধ যোগ করে স্প্যাচুলা দিয়ে নেড়ে দিন এতে মিশ্রণটা শিথিল হবে।
যে ছাঁচে কেক বসাবেন সেটার বাইরের অংশ ফয়েল পেপার দিয়ে মুড়ে দিন। কিংবা মেটালে ছাঁচ ব্যবহার না করে কাপকেকের জন্য কাগজের ছাঁচ ব্যবহার করতে পারেন।
এবার কেক-এর মিশ্রণটি ছাঁচে ঢেলে দিন। উপরের দিক একটু জায়গা রেখে ভরবেন যেন ফুলে ওঠার জন্য কাপে জায়গা থাকে।
স্টিমারের ভেতর কাপ কেকগুলো দিয়ে দিন এবং ঢেকে দিয়ে। ১০ মিনিট ভাপ হতে দিন। কেক ফুলে ওঠার সময় বুদবুদ হয়ে ফুলবে। ১০ মিনিট পর যখন কেক ফুলে যাবে তখন চিকন টুথপিক কিংবা চিকন কিছু ঢুকিয়ে দেখুন ভেতরটা তৈরি হয়েছে কি না।
যদি কাঠিটা উঠানোর পর পরিষ্কার থাকে তাহলে কেক হয়ে গেছে। আর যদি না হয় তাইলে আরও কিছুক্ষন ভাপ দিন।
স্টিমের জন্য যা করবেন: এখানে রাইস কুকার ব্যবহার করা হয়েছে। প্রথমে রাইস কুকারে পানি ভরে দিন। এরপর ভেতরে যে

পানি ফুটে উঠলে কেকগুলো ওই বাটিতে (steaming bowl) বসিয়ে দিন। পানি ফুটানো আর কাপকেক ভাপে দেওয়াসহ মাত্র ১৫ থেকে ১৮ মিনিটে হয়ে যায় কেক।
এই পরিমাণ মিশ্রণে পাঁচটি কাপকেক হবে।
গাজরের হালুয়া এবং রেড ভেলভেট কেক
-
যে কারণে ত্বকের যত্নে গ্রিন টি ভালো
-
ঘরে অদ্ভূত গন্ধ? বরং পরখ করুন কয়েকটি জায়গা
-
চোখের পাতা কাঁপে যে কারণে
-
কাজ সম্পর্কিত মানসিক অস্বস্তি সামলানোর উপায়
-
সূর্যের তাপ থেকে ত্বকের ক্ষয় প্রতিরোধ করার পন্থা
-
ধাপে ধাপে পদত্যাগপত্র লেখার পন্থা
-
পারিবারিক সম্পর্ক খারাপ হলেই কি সঙ্গীও খারাপ?
-
পেটের মেদ কমাতে সেরা অভ্যাস
সর্বাধিক পঠিত
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- হতাশাজনক ব্যাটিংয়ে হেরে গেল বাংলাদেশ
- পরিসংখ্যানে রিয়াল-লিভারপুল ফাইনাল
- রাশিয়া নিয়ে ‘খেলা থামান’, যুদ্ধ বন্ধ করুন: পশ্চিমাদের জেলেনস্কি
- বিসিএসে বসা হলো না পিংকীর, সড়কে ঝরল প্রাণ
- বাটলারের বিস্ফোরক সেঞ্চুরিতে ফাইনালে রাজস্থান, কোহলিদের বিদায়
- টিভি সূচি (শুক্রবার, ২৭ মে ২০২২)
- ‘কোহলি-ধোনিদের মতো একই ধাতুতে গড়া নয় রাহুল’
- উত্তর কোরিয়ার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার প্রস্তাবে চীন, রাশিয়ার ভিটো
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!