বর্ষায় আসবাবপত্রের যত্ন

বর্ষা মৌসুমে আলমারির ড্রয়ার বেঁকে গেছে! বা, ভেজা আবহাওয়ায় কাঠের আসবাবের জোড়া খুলে যাচ্ছে! এর অন্যতম কারণ বর্ষার ভেজা পরিবেশ।

ইরা ডি. কস্তাআইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 August 2014, 11:07 AM
Updated : 26 July 2016, 10:40 AM

তবে কিছু সাবধানতা অবলম্বন করলে এ সমস্যা থেকে কিছুটা রেহাই পাওয়া যেতে পারে।

- জানালা, দরজা, বারান্দা এবং স্যাঁতস্যাঁতে জায়গা থেকে কাঠের আসবাবপত্র দূরে রাখা উচিত।

- আসবাবপত্র মোছার জন্য পরিষ্কার শুকনা কাপড় ব্যবহার করা উচিত। আর খেয়াল রাখতে হবে যেন ভেজা কাপড় আসবাবপত্রের উপর না রাখা হয়।

- ঘরে পর্যাপ্ত ভেন্টিলেশন বা বাতাস চলাচলের সুবিধা থাকা জরুরি। এতে করে ঘরের ভেজাভাব কমে আসবে।

- ড্রয়ার, ওয়্যারড্রব, আলমারি ইত্যাদি দেওয়ালের কাছ থেকে কিছুটা দূরে রাখা উচিত। এতে দেয়ালে স্যাঁতস্যাঁতেভাব থাকলেও তা কাঠের আসবাবপত্রে লাগবে না।