নাট্যদল ‘প্রাচ্যনাট’ এর ১৬ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালার অংশ হিসেবে ৭১ এর শহীদ স্মরণে ২৫ মার্চ ছবির হাট থেকে ‘লালযাত্রা’ মিছিল করে দলটি। মিছিল বিকাল ৪টায় শুরু হয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
Published : 26 Mar 2013, 01:04 AM
১৬ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালার অংশ হিসেবে ২১ মার্চ থেকে শিল্পকলা একাডেমীতে প্রাচ্যনাটের নাট্যমেলা চলছে।
প্রতিদিন সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা ও পরীক্ষণ হলে নাটক পরিবেশন করা হচ্ছে। নাটকের মধ্যে রয়েছে, ঢাকা থিয়েটারের ‘দি টেম্পেষ্ট’, নাগরিক নাট্য সম্প্রদায়ের ‘রক্ত করবী’, ’, নাট্যকেন্দ্রের ‘দুই যে ছিল এক চাকর’, থিয়েটারের ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’, আরণ্যক নাট্যদলের ‘ইবলিশ’, থিয়েটার আর্ট ইউনিটের ‘কোর্ট মার্শাল’, প্রাঙ্গণে মোরের ‘আওরঙ্গজেব’, সুবচন নাট্য সংসদের ‘মহাজনের নাও’, প্রাচ্যনাট স্কুলের ‘দি হেয়ারি এপ’, প্রাচ্যনাটের ‘এ ম্যান ফর অল সিজনস’ ও ‘রাজা এবং অন্যান্য’।
প্রতিদিন বিকাল ৫টা থেকে ৭টা পর্যন্ত শিল্পকলার বহিরাঙ্গনে চলছে প্রাচ্যনাট-এর মিলিত সঙ্গীত আয়োজন, সি এম এ-এর অর্কেস্ট্রা এবং সঞ্জয় চক্রবর্তী, সালেহ মাহমুদ, মো. হারুন-অর-রশীদ টুটুল, তেজস্ হালদার জস্, ফারাহ্্ নাজ মুন, ভোমরা (প্রাচ্যনাট ল্যাব)-এর শিল্প-উপস্থাপনা (পারফরমেন্স আর্ট) এবং স্পর্শ ক্লাসিক্যাল ইন্সট্রুমেন্টাল অর্কেস্ট্রা।