গরমে উজ্জ্বল ত্বকের মাস্ক

প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি মাস্ক ব্যবহারে এই গরমে মলিন ত্বক হবে উজ্জ্বল।

তৃপ্তি গমেজবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 April 2022, 03:49 PM
Updated : 1 April 2022, 03:49 PM

রোদের তাপে ত্বক হয় মলিন। এছাড়াও করে কালচে ও রুক্ষ। রোদ থেকে বাঁচতে সানব্লক বা টুপি ব্যবহার করা উচিত।

তবে অনেকেরই সানস্ক্রিন ব্যবহারের অভ্যাস নেই। আবার থাকলেও তিন ঘণ্টা পর পর সানব্লক ব্যবহার করার কথা মনেও থাকে না সবসময়। ফলে ত্বকে পড়ে রোদপোড়াভাব।

রূপবিশেষজ্ঞ শিবানী দে গরমে ত্বক সতেজ ও উজ্জ্বল রাখতে প্রাকৃতিক উপাদান দিয়ে রূপচর্চা করার পরামর্শ দেন।

উপকরণ: এক চা-চামচ চালের গুঁড়া, এক চা-চামচ বেসন, মধু, সামান্য হলুদের গুঁড়া, এক চা-চামচ টক দই ও গোলাপ জল।

তৈরি পদ্ধতি: সবগুলো উপাদান একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করে নিতে হবে। ঘনত্ব খুব বেশি হলে তাতে গোলাপ জল মিশিয়ে নিন।

ব্যবহার পদ্ধতি: বাইরে থেকে ফিরে ভালো মতো হাত মুখ ধুয়ে এই প্যাক ব্যবহার করতে হবে।

উন্মুক্ত থাকে এমন যে কোনো স্থান যেমন- মুখ, গলা, ঘাড়, হাত, পা ইত্যাদিতে প্যাক মেখে শুকানোর জন্য দশ থেকে ১৫ মিনিট অপেক্ষা করে সাধারণ পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।

উপকারিতা: চালের গুঁড়া ও বেসন ত্বকের ময়লা পরিষ্কার করে আর উজ্জ্বলভাব আনে। মধু ত্বককে কোমল ও মসৃণ করে।

টক দইয়ের ল্যাক্টিক অ্যাসিড ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং হলুদের গুঁড়া উজ্বলতা বাড়ানোর পাশাপাশি এর ব্যাক্টেরিয়া রোধী উপাদান ত্বককে সুস্থ রাখতে সহায়তা করে।

ছবির মডেল: হৃদিমা মল্লিক। মেইকআপ: আহান রহমান। ছবি: কেএ রহমান।

আরও পড়ুন