পানীয় ঠাণ্ডা করতে বা ব্যথা কমাতেই নয়, ত্বকের সুরক্ষাতেও বরফ ব্যবহার করা যায়।
Published : 06 Jun 2018, 03:17 PM
রূপচর্চাবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে গরমে ত্বক ভালো রাখতে বরফ ব্যবহারের কয়েকটি পন্থা এখানে দেওয়া হল।
চোখের ফোলাভাব দূর করতে: চোখের চারপাশে ১০ থেকে ১৫ মিনিট বরফের টুকরা ঘষুন, এটা চোখের ফোলাভাব দূর করে।
রোদপোড়াভাব ঠিক করতে: রোদে পোড়াভাব দূর করার সহজ উপায় হল আক্রান্ত স্থানে কয়েক টুকরা বরফ ঘষা। এটা ব্যথা কমাতে, জ্বালাভাব দূর করতে সাহায্য করে।
ব্রণ কমায়: গরমের কারণে ত্বকে ব্রণ দেখা দিলে আক্রান্ত জায়গায় বরফের টুকরা ঘষতে পারেন। যা ব্রণ সংকুচিত করতে সাহায্য করে।
একটি পাতলা কাপড়ে কয়েক টুকরা বরফ পেঁচিয়ে ব্রণ ওঠার জায়গায় ১০ থেকে ১৫ মিনিট ঘষুন। এটা রক্ত সঞ্চালন বাড়িয়ে ফোলাভাব কমা সাহায্য করে।
থ্রেডিংয়ের ব্যথা কমায়: ভ্রু প্লাকের পরে যে ব্যথা অনুভূত হয় তা দূর করা যায় কেবল বরফ মালিশ করার মাধ্যমে। এটা ব্যথা কমানোর পাশাপাশি সংক্রমণ কমাতেও সাহায্য করে।
বরফ মালিশ: গরম ও দূষণের জন্য ত্বকের ক্ষতি হয়, নির্জীব দেখায় ত্বক। এই সমস্যা থেকে বাঁচতে ত্বকে বরফ দিয়ে মালিশ করুন। ত্বকে রক্ত সঞ্চালন বাড়বে এবং ত্বক সতেজ ও উজ্জ্বল লাগবে।