খুশকি দূর করতে নিম

নিম-পাতা ব্যবহার করে খুশকির সমস্যা দূর করা যায়।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 April 2021, 05:51 PM
Updated : 18 April 2021, 05:51 PM

খুশকি দূর করতে রাসায়নিক উপাদান সমৃদ্ধ শ্যাম্পু ব্যবহার সবসময় কার্যকর নাও হতে পারে।

তাই প্রাকৃতিক উপাদান নিম-পাতা দিয়ে খুশকি দূর করার কয়েকটি পন্থা জানানো হল রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে।

নিমের পানি

উপকরণ: ৩৫-৪০টি নিমের পাতা। এক, দেড় লিটার পানি।

পদ্ধতি: পানি ফুটিয়ে চুলা বন্ধ করে দিন। এরপর এতে নিম পাতাগুলো সারা রাত ভিজিয়ে রাখুন।

পরদিন সকালে এই পানি দিয়ে চুল ধুয়ে নিন।

নিম পানি দিয়ে চুল ধোয়া মাথার ত্বকের খুশকি ও চুলকানি কমায়। সপ্তাহে দুতিন বার ব্যবহারে খুশকির সমস্যা পুরোপুরি দূর হয়।

নিমের চুলের মাস্ক

উপকরণ: ৩০-৪০টি নিম-পাতা। এক লিটার পানি। এক টেবিল-চামচ মধু।

পদ্ধতি: পানি ফুটিয়ে চুলা বন্ধ করে দিন। এরপর এতে সারা রাত নিম-পাতা ডুবিয়ে রাখুন। পরদিন সকালে নিম-পাতাগুলো তুলে বেটে নিন।

বাটা নিম-পাতার সঙ্গে মধু যোগ করে মাস্ক তৈরি করে মাথার ত্বক ও চুলে ব্যবহার করুন।

২৫ থেকে ৩০ মিনিট অপেক্ষা করে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার ব্যবহারে খুশকির পরিমাণ কমবে।

নিম পাতা ও নারিকেল তেল

উপকরণ: আধা কাপ নারিকেল তেল। ১০টি নিম-পাতা। আধা চা-চামচ লেবুর রস। ২ টেবিল-চামচ রেড়ির তেল বা ক্যাস্টর অয়েল।

পদ্ধতি: নারিকেল তেল গরম করে এর মধ্যে নিম-পাতা দিয়ে চুলা বন্ধ করে ১০-১৫ মিনিট রেখে দিন।

তেল ঠাণ্ডা হয়ে আসলে লেবুর রস ও ক্যাস্টর অয়েল মিশিয়ে নিন। মাথায় তেল ব্যবহারের পর এক ঘন্টা অপেক্ষা করে ধুয়ে ফেলুন।

এই তেল দুই সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করা যায়।

আরও পড়ুন