ত্বকের যত্নে সিরামের উন্নত বিকল্প প্রাকৃতিক তেল

রাসায়নিক উপাদানে তৈরি সিরামের পরিবর্তে প্রাকৃতিক তেল ব্যবহার করা ভালো।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Dec 2020, 07:55 AM
Updated : 15 Dec 2020, 07:55 AM

যারা রাসায়নিক উপাদান ত্বকে ব্যবহার করতে চান না তাদের জন্য প্রাকৃতিকভাবে সিরামের উন্নত বিকল্প হতে পারে প্রাকৃতিক তেল।

রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে সিরামের উন্নত বিকল্প হিসেবে কয়েকটি তেল সম্পর্কে জানান হল।

নারিকেল তেল: ত্বকের সুরক্ষায় সিরামে কৃত্রিমভাবে নানান পুষ্টি উপাদান ও ভিটামিন যোগ করা হয়। এসব উপাদান প্রাকৃতিকভাবেই রয়েছে নারিকেল তেলে।

এর ফ্যাটি অ্যাসিড ত্বকের আর্দ্রতা রক্ষা করে। এর লিনোলিয়েক অ্যাসিড ব্যাক্টেরিয়া রোধী উপাদান সমৃদ্ধ।

রাতে ঘুমানোর আগে কয়েক ফোঁটা নারিকেল তেল মুখে মেখে শুষে নেওয়া পর্যন্ত আলতোভাবে মালিশ করুন। এক মাস নিয়মিত ব্যবহারের ত্বকে প্রাকৃতিকভাবে উজ্জ্বলতা ফুটে উঠবে, দাগ ছোপ কমবে ও আর্দ্রতা বজায় থাকবে।

কাঠ-বাদামের তেল:
বা আমন্ড অয়েল সার্বিক স্বাস্থ্যের মতো ত্বকের স্বাস্থ্য ভালো রাখতেও কাঠ-বাদামের তেল সহায়তা করে। এতে আছে ব্যাক্টেরিয়া-রোধী উপাদান এবং ভিটামিন ‘এ’ যা ব্রণের সমস্যা কমাতে সহায়তা করে।

এছাড়াও, এটা ত্বকের পানিশূন্যতা দূর করে আর্দ্রতা বজায় রাখে। পাশাপাশি ত্বক উজ্জ্বল করতে ও বর্ণের ভারসাম্য বজায় রাখতেও কাঠ বাদামের তেল উপকারী।

এক একটা সিরাম আলাদা আলাদা কাজ করে। তবে এই তেল সারা শরীরের ত্বককে সুস্থ ও সুন্দর করতে সহায়তা করে।

আরও পড়ুন