মিশ্র ত্বক পরিষ্কারের পন্থা

মুখের ত্বক মিশ্র কিনা সেটা বুঝে তারপর নিতে হবে সঠিক যত্ন।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Sept 2019, 11:06 AM
Updated : 20 Sept 2019, 11:06 AM

ত্বক মিশ্র কিনা সেটা বোঝার জন্য প্রথমে একটা টিস্যু পেপার নিয়ে মুখে চাপ দিয়ে ধরুন। যদি মুখের ‘টি-জোন’ অর্থাৎ কপাল, নাক ও থুতনিতে তেল দেখা দেয় তাহলে বুঝতে হবে আপনার ত্বক মিশ্র।

সাজসজ্জা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে মিশ্র ত্বক সঠিকভাবে পরিষ্কার করার উপায় সম্পর্কে জানানো হল।

- সারা মুখ শুষ্ক থাকা অবস্থায়ও যদি টি জোন তৈলাক্ত থাকে তাহলে তা মিশ্র ত্বকের লক্ষণ। এই ধরণের ত্বক অবশ্যই জেল ধর্মী পরিষ্কারক দিয়ে পরিষ্কার করা উচিত। সাবান বা কঠিন কোনো পরিষ্কারক দিয়ে মুখ ধোয়া উচিত নয়। সালফেট বা অ্যালকোহল সমৃদ্ধ পরিষ্কারক ব্যবহার করা হলে ত্বকের প্রাকৃতিক তেল দূর হয়ে যায়। তাই মুখ ধোয়ার পর নরম তোয়ালে দিয়ে মুখ চাপ দিয়ে মুখ মুছে নিন। 

- মিশ্র ত্বক ভালো রাখতে হেয়লারোনিক অ্যাসিড, কোয়েঞ্জাইম কিউ টেন, গ্লিসারিন এবং ভিটামিন সি সমৃদ্ধ টোনার ব্যবহার করুন।

মিশ্র ত্বক ভালো রাখতে মাস্ক কোনোভাবেই বাদ দেওয়া যাবে না।

পেঁপে ও কলার মাস্ক

পেঁপে ও কলা চটকে মিহি পেস্ট তৈরি করুন। এতে এক টেবিল-চামচ মধু যোগ করুন। এবার মিশ্রণটি মুখে মেখে ৩০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।

মূলতানি মাটি ও গোলাপ জলের মাস্ক

এক টেবিল-চামচ মূলতানি মাটির সঙ্গে এক টেবিল-চামচ গোলাপ জল মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে মেখে ২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।

মূলতানি মাটি টি-জোনের তেল নিয়ন্ত্রণে রাখে এবং গোলাপ জল ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে।

মনে রাখতে হবে

মিশ্র ত্বক পরিষ্কার করতে জেল-ধর্মী ক্লিঞ্জার ব্যবহার করা উচিত।

ছবির মডেল: আশা। আলোকচিত্র: রাইনা মাহমুদ। বিন্যাস ও পরিকল্পনা: আলি আফজাল নিকোলাস। সৌজন্যে: ত্রয়ী ফটোগ্রাফি স্টুডিও।

আরও পড়ুন-